Bangladesh

Dhaka Cafe attack: Another suspect arrested

Dhaka Cafe attack: Another suspect arrested

Bangladesh Live News | @banglalivenews | 26 Jan 2019, 08:17 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জানুয়ারি ২৬: গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলার চার্জশিটভুক্ত আসামি জেএমবির শীর্ষ নেতা মো. শরিফুল ইসলাম ওরফে খালিদ ওরফে রাহাত ওরফে নাহিদ ওরফে আবু সুলাইমানকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার বিকেল ৩টার দিকে নাচোল-মহিপুর রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

শরিফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর রেজাউল করিম হত্যা মামলার মৃত্যুদ-প্রাপ্ত আসামি।


চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের ইনচার্জ সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, ঢাকা অফিসের তথ্য অনুযায়ী শরিফুলকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরেই আত্মগোপন করে ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় পাঠান হচ্ছে।


হলি আর্টিজান হামলায় জড়িত জঙ্গিদের ধরতে কয়েক দিন থেকে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় তৎপরতা চালায় র‌্যাব। গত ২২ জানুয়ারি ওই জঙ্গিদের ধরতে শিবগঞ্জের শিবনায়ণপুরে তারা অভিযান চালায়। কিন্তু সেখান থেকে কোনো জঙ্গিকে আটক করতে পারেনি র‌্যাব।