Bangladesh
Dhaka: Banani building fire leaves 16 dead
এই ঘটনায় আহত হয়েছেন ৭০ জন।
নিহতদের মধ্যে একজন শ্রীলংকান নাগরিক আছেন।
A #terrible and #devastating #fire has broken out in #Banani, #FRTower, multiple #casualties suspected, with people jumping off from the building to save themselves. #prayers for the poor souls. Warning #graphicvideo pic.twitter.com/xlNkoelh7n
— Tahsin Mahmood (@tahsinzone) March 28, 2019
এখনও পর্যন্ত নিহত ব্যাক্তিদের যাদের পরিচয় জানা গেছে তারা হলেন পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) ও মনির (৫০)।
বনানী থানার কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে যে নিহতরা বিভিন্ন হাসপাতালে মারা গেছেন।
এই ২২ তলা এই বাণিজ্যিক ভবনে আজ দুপুর ১ টার দিকে প্রথম আগুন লাগার খবরটি জানা যায়।
সপ্তম ও অষ্টম তলায় আগুন লাগার পরে সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পরে।
সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে যে এই সময় নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ভবনের বিভিন্ন তলা থেকে মানুষ ঝাঁপান।
বেশ কিছু মানুষকে ভবনের উপরের তলায় আটকে পড়তে দেখা যায় ও ওনারা আকুতি জানাতে থাকেন অগ্নিনির্বাপক বাহিনীর কাছে তাদের প্রাণ বাঁচানোর জন্য।
পরে তাদেরকে বাঁচাতে সক্ষম হন বাহিনীর কর্মীরা।
আগুন লাগার কারণ এখনও পরিষ্কার নয়।
ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট চার ঘণ্টার উপরে লড়াই করে এই আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশের অনুমান যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বনানীর রাস্তায় যেখানে এই ঘটনা ঘটেছে ও শহরের বিভিন্ন স্থানে স্বজনেরা ভিড় জমিয়েছেন তাদের প্রিয়জনদের খোঁজ পাওয়ার চেষ্টায়।
প্রধানমন্ত্রী হাসিনা নজর রাখছেনঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অগ্নিকান্ডের উপরে নজর রাখছেন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এই বিষয়টি অংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

মাহমুদ সংবাদমাধ্যমকে বলেন, “এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। এই ঘটনায় সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।“
“প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানীর বহুতল ভবনে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় সার্বক্ষণিক তদারকি করছেন।”
