Bangladesh

COVID19: Bangladeshi Minister urges world to unite in fight against disease

COVID19: Bangladeshi Minister urges world to unite in fight against disease

Bangladesh Live News | @banglalivenews | 16 Mar 2020, 10:11 am
ঢাকাঃ   আজকের এই আহ্বান করেছেন ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন আজকে উপস্থিত ছিলেন।

 

"আমরা বিশ্বাস করি, খুব শিগগিরই আমরা একসাথে এ বৈশ্বিক মহামারির পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব,"  মোমেন বলেন।

 

এই ব্রিফিং এর সময়  মন্ত্রী জানান যে বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য তাদের দেশের সহযোগিতা উনি কামনা করেন।  

 

এখনও পর্যন্ত বাংলাদেশে ৮ টি করোনাভাইরাস আক্রান্ত ঘটনা ধরা পরেছে।