Bangladesh
Covid scare stalls Eid homebound rush in Bangladesh
বুধবার (২৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, যাত্রীদের কোনো ভিড় নেই। প্রতিবারের মতো বসানো হয়নি কোনো নিরাপত্তা ওয়াচ টাওয়ার। ঈদের আর মাত্র দুই দিন বাকি থাকলেও বসেনি কোনো নিরাপত্তা বাহিনীর বুথ। অন্যান্য বছর ঈদের আগে এ সময় দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে উপচে পড়া ভিড় থাকলেও এবার কাউন্টারের লোকেরা ডাকাডাকি করেও টিকিট বিক্রি করতে পারছেন না। গাবতলী বাস টার্মিনালে একরকম যাত্রীশূন্য পরিস্থিতি তৈরি হয়েছে।
বাস কাউন্টারের টিকিট বিক্রেতারা জানান, করোনা পরিস্থিতির কারণে কম লোকই ঈদে বাড়ি যাচ্ছে। অন্যান্য ঈদে এ সময়ে প্রতিদিন ২০টি গাড়ি ছাড়লেও সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত মাত্র তিনটি গাড়ি ছেড়েছে। টিকিট বিক্রি হলে তবে নতুন করে গাড়ি ছাড়া হবে। বৃহস্পতিবার যাত্রীর সংখ্যা কিছুটা বাড়তে পারে বলে জানা যায়।
বৃহস্পতিবারের (৩০ জুলাই) টিকিট কাটতে বুধবার গাবতলী বাস টার্মিনালে আসেন বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা । তিনি বলেন, করোনাভাইরাসের কারণে গত ঈদে (রোজার ঈদে) বাড়ি যাইনি। এবার মা-বাবা, ভাই-বোনদের সঙ্গে ঈদ করতে বাড়ি যাব। সকালে গাবতলী বাস টার্মিনালে এসে দেখি কোনো ভিড় নেই। খুব সহজেই বাসের টিকিট পেয়ে গেলাম। সরকার নির্ধারিত ভাড়ায় টিকিট কিনেছি। কমলাপুর রেলওয়ে স্টেশন এবং অন্যান্য বাস টার্মিনালের চিত্রও অভিন্ন।
