Bangladesh
COVID-19 halted lives when we were progressing: Hasina
তিনি বলেন, আমরা যদি সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে চলতে পারি তাহলে আমরা এখান থেকেও মুক্তি পাবো। তখন আবার বাংলাদেশ এগিয়ে যাবে। তখন আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারবো ।
রোববার ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে একটি অনলাইন আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ছয় দফা কেন দেওয়া হয়েছিল? আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য এ দাবি উত্থাপন করেছিলেন। এই দাবি সমস্ত বাঙালি জাতি লুফে নিয়েছিল।
তিনি বলেন, ৬ দফা আন্দোলনে আমার মা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন। শহীদের রক্ত কোনো দিন বৃথা যেতে পারে না। ৬ দফার এই আন্দোলনই হয়েছে বাংলার মানুষের মুক্তির সনদ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু যখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন ৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করা হয়। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে যেসব কর্মসূচি গ্রহণ করে তাতে বাংলাদেশ এগিয়ে যায়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।
