Bangladesh

Couple, grandson killed in road mishap in Coumilla

Couple, grandson killed in road mishap in Coumilla

Bangladesh Live News | @banglalivenews | 07 Jul 2020, 07:13 am
ঢাকা, জুলাই ৭ : কুমিল্লার দাউদকান্দিতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নাতিসহ দাদা-দাদির প্রাণ গেছে; এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। দাউদকান্দি-শ্রীরায়েরচর সড়কের কাজিরকোনা এলাকায় মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনায় হতাহতরা একই পরিবারের বলে দাউদকান্দি মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান।

নিহতরা হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার নলগোড়া গ্রামের দুলা মিয়া বেপারী বাড়ির সিরাজ মিয়া (৭৫), জাহানারা বেগম (৬৫) ও তাদের নাতি আবু বকর সিদ্দিক ওরফে সীমান্ত (১২)।


আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 


ওসি বলেন, “নারায়নগঞ্জের কাচঁপুর থেকে চাঁদপুরগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একই পরিবারের ৩ জন নিহত হন।’


পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।