Bangladesh

Couple drown in Padma river

Couple drown in Padma river

Bangladesh Live News | @banglalivenews | 22 Jul 2019, 12:13 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুলাই ২২ : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলুদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে এক দম্পতি নিখোঁজ হয়েছেন।

রোববার বেলা ২টার দিকে দৌলুদিয়ার ৩নং ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার সিদ্দিক কাজী পাড়ার আদিম শেখের মেয়ে আঞ্জু (২২) ও তার স্বামী ইমন (২৫)। তাদের উদ্ধারে কাজ শুরু করেছে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা।


স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ আঞ্জু তার চাচাতো বোনের বিয়ে উপলক্ষে স্বামীসহ বেড়াতে আসেন। রোববার দুপুরে বিয়ে বাড়িতে আসা অনেকে একসঙ্গে গোসল করতে দৌলতদিয়া ৩ নং ফেরিঘাট এলাকায় নদীতে নামে। এসময় তীব্র স্রোতের তোড়ে আঞ্জুকে ডুবে যেতে দেখে ইমন তাকে উদ্ধার করতে গেলে স্বামী-স্ত্রী দুজনই স্রোতে ভেসে যান।


খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করেন। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।