Bangladesh

Couple dies as truck hits car which falls into gorge

Couple dies as truck hits car which falls into gorge

Bangladesh Live News | @banglalivenews | 26 Jan 2020, 11:02 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জানুয়ারি ২৬ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেটকার খাদে পড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তাদের মেয়ে আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে কাঞ্চন পৌরসভার কালাদীতে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন রাজধানীর বসুন্ধরার ধ্রুব কান্ত সাহা (৬০) ও তার স্ত্রী অজন্তা সাহা (৪৫)। আহত স্বর্ণালী সাহাকে (২১) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শুক্রবার রাত ২টার দিকে ধ্রুব কান্ত সাহা তার প্রাইভেটকারে স্ত্রী অজন্তা সাহা ও মেয়ে স্বর্নালী সাহাকে নিয়ে নরসিংদী থেকে নিজ বাসভবন রাজধানীর বসুন্ধরায় যাচ্ছিলেন। পথে ঢাকা-বাইপাস সড়কের কালাদী পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক ধাক্কা দিলে তাদের প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ধ্রুব ও অজন্তা নিহত হন।


ওসি বলেন, তাদের মেয়ে স্বর্ণালী সাহার অবস্থা গুরুতর। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে নিহতদের ছেলে শুভ সাহা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।