Bangladesh

Coumilla: Train mishap leaves two students killed

Coumilla: Train mishap leaves two students killed

Bangladesh Live News | @banglalivenews | 24 Aug 2019, 12:51 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আগস্ট ২৪ : কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার বদরপুর এলাকায় রেলসেতুর দক্ষিণ অংশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, সদর উপজেলার শাসনগাছা এলাকার মনিরুল হকের ছেলে স্বপ্নীল হক আদিত্য (১৩) এবং ধর্মপুর এলাকার সুবল রায়ের মেয়ে সেতু রায় (১৪)।

 

আদি্যু নগরীর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র এবং  সেতু রায় রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।


এ দিকে দুর্ঘটনার পর নিগতদের মরদেহ ফাঁড়িতে নিয়ে আসার পর স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি দুপুরে বদরপুর এলাকা অতিক্রম করার সময় দুই শিক্ষার্থী ওই ট্রেনে কাটা পড়ে। স্থানীয়দের মাধ্যমে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।


কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মিসবাহুল আলম চৌধুরী জানান, বিকেলে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।