Bangladesh
Coumilla: Nurse dies after falling from roof
ঢাকা, আগস্ট ১০ঃ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পঞ্চম তলার ছাদ থেকে পড়ে গিয়ে এক জ্যেষ্ঠ স্টাফ নার্স প্রান হারিয়েছেন, শুক্রবার জানিয়েছেন পুলিশ।
পুলিশ জানিয়েছেন যে উনি শুক্রবার সকালে হাসপাতালের পাঁচতলা ডরমেটরি ভবনের ছাদ থেকে পড়ে যান।
ওনার পরিচয় হল আকলিমা খন্দকার।
ছাদে সবজি বাগান পরিচর্যা করবার সময় উনি পড়ে যান।
এক ভবনের ছাদ থেকে অন্য ভবনের ছাদে যাওয়ার সময় প্যাসেজ ভেঙে নিচে পড়ে যাওয়ার ফলে উনি আহত হন।
ওনাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পড়ে চিকিৎসকেরা ওনাকে মৃত ঘোষণা করেন।
Image: Internet Wallpaper
