Bangladesh

Coronavirus: Three Italy return under observation

Coronavirus: Three Italy return under observation

Bangladesh Live News | @banglalivenews | 14 Mar 2020, 12:04 am
ঢাকাঃ নরসিংদীতে করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় ইতালি থেকে আসা তিন ব্যাক্তিকে তাদের বাড়িতেই পর্যব্কেষণে রাখা হয়েছে।

শুক্রবার নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিট সংবাদ মাধ্যমকে এই বিষয় জানিয়েছে।

 

চীন ছাড়া পৃথিবীতে এই মুহূর্তে দ্বিতীয়  সর্বাধিক করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা পাওয়া গেছে ইতালিতে।

 

হাজারের বেশি মানুষ সেই দেশে প্রাণ হারিয়েছেন।

 

বাংলাদেশে এখনও পর্যন্ত এই রোগের প্রভাব সেইভাবে দেখা যায়নি