Bangladesh
Coronavirus: Italy returned youth quarantined at home
ঢাকাঃ বাংলাদেশের বগুড়া অঞ্চলে করোনাভাইরাস সন্দেহে ইতালিফেরত এক যুবককে পরিবারসহ অবরুদ্ধ করে রেখেছে সেই এলাকার মানুষেরা।
এই ব্যাক্তিকে বাংলাদেশের পৌঁছালে আগে রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল।
অভিযোগ ওঠে যে উনি সেখা থেকে পালিয়ে গেছিলেন।
এলাকার মানুষ আজ খোঁজ পেয়ে ওনাদের বাড়ি ঘেড়াও করে।
এলাকার কাউন্সিলর পরিমল কুমার সাংবাদিকদের জানান যে উনি এই ব্যাক্তিদের বাড়ির বাইরে থেকে জানিয়েছেন যে ১৪ দিন যেন ওনারা বের না হন।
ওই অঞ্চলের মানুষদের উনি নীরব থাকতে বলেন।
বগুড়ার সিভিল সার্জন গউসুল আযম বলেছেন যে ওনারা মেডিকেল তিম পাঠিয়েছেন ও সিদ্ধান্ত নেওয়া হবে।
