Bangladesh
Committee members now demand like Ministers
বৈঠকে শেষে কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান বলেন, ‘সংসদীয় কমিটিগুলো কিন্তু সরকারের ‘ওয়াচডগ’ হিসেবে কাজ করে। কিন্তু তারা সংসদে অফিস ও আপ্যায়ন ভাতা ছাড়া আর কিছু পান না। এ জন্য সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিকে গাড়ি, ড্রাইভারের সঙ্গে জ্বালানি ও এনটাইটেলমেন্ট প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বৈঠকে সুপারিশ করা হয়।’
এ সুপারিশের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া। তিনি বলেন, ‘সংসদীয় কমিটি স্বার্থসংশ্লিষ্ট কোনো বিষয়ে সুপারিশ করতে পারে না। এ ধরনের সুপারিশ শুধু তার জন্য নয়, সব সংসদীয় কমিটির সভাপতির জন্য এটি পরিষ্কার করা উচিত।’ এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে সংসদীয় কমিটির এক সভাপতি বলেন, ‘এ ধরনের সুপারিশ করার আগে সব কমিটির সভাপতিদের সঙ্গে কথা বলা উচিত।’
প্রসঙ্গত, সংসদ সদস্য (পারিতোষিক ও ভাতাদি) আদেশ, ১৯৭৩ (মে ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী, একজন এমপি সংসদীয় কমিটিতে উপস্থিত থাকলে যাতায়াত বাবদ কিলোমিটার (সড়ক পথে) প্রতি ১০ টাকা করে পান। এমপি হিসেবে শপথ নেয়ার সময় যে ঠিকানা ব্যবহার করা হয় সেই ঠিকানা অনুযায়ী তারা যাতায়াত ভাড়া পান।
যে এলাকা থেকে তিনি নির্বাচিত হন, সেই এলাকার ঠিকানা শপথের সময় ব্যবহার করা হয়। এছাড়া প্রতি বৈঠকে উপস্থিতির জন্য ১০০০ টাকা পান। এমনকি সংসদীয় কমিটির সভাপতিরা সরকারি কার্যালয় ও অফিস খরচ পেয়ে থাকেন।
