Bangladesh

Christchurch Mosques attack: 3 Bangladeshis killed
Xinhua/UNI

Christchurch Mosques attack: 3 Bangladeshis killed

Bangladesh Live News | @banglalivenews | 15 Mar 2019, 09:28 am
ঢাকা, মার্চ ১৫ঃ নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রান হারিয়েছেন ৪৯ জন মানুষ জাদের মধ্যে তিনজন বাংলাদেশি আছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পৃথিবীর বেশ কিছু নেতা এই ঘটনার নিন্দা করেছেন।

 

বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান ভুইয়া সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবদুস সামাদ, তাঁর স্ত্রী সানজিদা আকতার ও হোসনে আরা ফরিদ এই ঘটনায় প্রান হারান।

 

ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে হামলাকারী ২৮ বছরের ব্রেন্টন ট্যারেন্ট অস্ট্রেলিয়ার নাগরিক বলে জানিয়েছে পুলিশ।

 

এই ঘটনায় বেশ কিছু মানুষ আহত হন।  আহতদের মধ্যে বাংলাদেশিরা আছেন।

 

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন  এই হামলার ঘটনার নিন্দা করেছেন ও ৪৯ মৃত্যুর বিষয়টি বলেন।

 

আজকের এই হামলার সময় বাংলাদেশের ক্রেত দল কাছাকাছি ছিল।

 

তারা একটুর জন্য এই ঘটনার থেকে বেঁচেছেন।

 

তামিম ইকবাল টুইট করে এই বিষয় জানান।

 

এই ঘটনার ফলে শহরে অনুষ্ঠিত হওয়ার যে টেস্ট ম্যাচ ছিল বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের মধ্যে তা বাতিল করা হয়েছে।

 

আগামীকাল রাতে বাংলাদেশ দল দেশের ফিরে আসবে বলে জানা গেছে।