Bangladesh
Chottogram-Cox Bazaar's connection with Bandarban closed
যান চলাচল করতে না পারায় সড়কের দুই পাশে আটকা পড়ে শতাধিক ছোট বড় যানবাহন। অনেকে পায়ে হেঁটে, নৌকা করে এবং ভ্যানে উঠে রাস্তা পার হচ্ছেন। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে পর্যটকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের।
চট্টগ্রামের পটিয়া থেকে আসা একজন বলেন, বৃষ্টির পানিতে রাস্তা ডুবে গেছে। পায়ে হেঁটে পার হচ্ছি। পানিতে কাপড় ভিজে গেছে। মাছ ব্যবসায়ীরা জানান, রাস্তায় পানি অনেক বেশি। ভ্যানে রাস্তা পার হচ্ছি।
এদিকে বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ঝুন্টু দাশ জানান, বান্দরবান কেরাণীহাট সড়কে এক হাঁটুর উপরে পানি।
তাই সকাল থেকে আমাদের বাস সার্ভিস বন্ধ রেখেছি। সড়ক থেকে পানি কিছুটা কমে গেলে আবারও বাস চলাচল স্বাভাবিক হবে।
এদিকে সকাল থেকে পার্বত্য জেলা বান্দরবানের দুই নদী সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে, জেলা-উপজেলার নিম্নাঞ্চল প্লাবিু হওয়ার আশংকা দেখা দিয়েছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা।
