Bangladesh

Bus,Truck collision kills 2 in Bangladesh

Bus,Truck collision kills 2 in Bangladesh

Bangladesh Live News | @banglalivenews | 29 Jan 2019, 07:37 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জানুয়ারি ২৯: ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫জন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ট্রাকচালক আল-আমিন (২২) ও হেলপার হাফিজুর রহমান (২০)। তাদের বাড়ি ত্রিশাল উপজেলার রায়মনি গ্রামে।


ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, সকালে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে ত্রিশাল থেকে ভালুকাগামী একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের মোট ১৭ জন আহত হন। এর মধ্যে ৮ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল ও ৯ জনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


পরে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হাফিজুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আলামিনের মৃত্যু হয়।