Bangladesh
Bus topples in Habiganj, Five killed
ঢাকা, মার্চ ২৯ঃ একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তিনজন ব্যাক্তি প্রাণ হারিয়েছেন, জানিয়েছেন পুলিশ।
এই ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এই দুর্ঘটনাটি ঘটেছে সৈয়দপুর মডেল বাজার এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে।
নিহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
তবে, পুলিশ জানিয়েছেন তাদের মধ্যে দুইজন পুরুষ ও এক নারী রয়েছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে আহত ব্যাক্তিদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছেন যে সিলেট থেকে হবিগঞ্জগামী বিরতিহীন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি জমিতে উল্টে যাওয়াতে দুইজন ব্যাক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান।
তাজপুরের ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকার্য করে।
