Bangladesh

Bus mishap in Bangladesh leaves 20 injured

Bus mishap in Bangladesh leaves 20 injured

Bangladesh Live News | @banglalivenews | 17 Mar 2019, 12:28 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মার্চ ১৭: বেপরোয়া গতিতে গতিরোধক পার হতে গিয়ে বরগুনায় একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে।

 দুমড়ে মুচড়ে যাওয়া ওই বাসে থাকা অর্ধশত যাত্রীদের মধ্যে অন্তত ২০ জন অহত হয়েছে। তবে কোনো প্রাণহানীর ঘটনা ঘটেনি।

শনিবার সকালে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী উপজেলার ঘঠখালী নামক স্থানে সাকুরা পরিবহনের একটি বাস এ দুর্ঘটনার কবলে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।


আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহত কয়েকজন যাত্রী জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী সাকুরা পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে গতিরোধক অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।


আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।