Bangladesh

Bus, Auto Rickshaw collision kills 3

Bus, Auto Rickshaw collision kills 3

Bangladesh Live News | @banglalivenews | 17 Jun 2018, 11:04 am
ঢাকা,জুন ১৭ঃ বাস ও অটোরিকশার সংঘর্ষ ঘটায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় তিনজন ব্যাক্তি প্রান হারিয়েছেন, রোববার জানিয়েছেন পুলিশ।

এই ঘটনায় আহত হয়েছেন দুইজন।

এই ঘটনাটি ঘটেছে  রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামপুর এলাকার নোয়াখালী-লাকসাম বাইপাস সড়কে,জানিয়েছেন পুলিশ।

 

নিহত সবাই  অটোরিকশার যাত্রী।

 

তবে,তাদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

 

আহত ব্যাক্তিদের চিকিৎসার জন্য  নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।

 

পুলিশ  বাস ও অটোরিকশাটি উদ্ধার করেছে।

 

সেগুলি এখন থানায় আছে।