Bangladesh

Bus accident leaves two dead in Bangladesh
Amirul Momenin

Bus accident leaves two dead in Bangladesh

Bangladesh Live News | @banglalivenews | 02 Aug 2020, 11:29 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২ আগস্ট ২০২০ :.কুমিল্লার চান্দিনা উপজলায় বাস উল্টে খাদে পড়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার (০২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজলার আড়িখোলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন হলেন নোয়াখালীর সেলিমত মিয়ার স্ত্রী শামসুন্নাহার বেগম হামসি (৫০)। অন্যজনের পরিচয় জানা যায়নি। আহত অন্যরা হলেন বাসের চালক-হেলপারসহ পাঁচ যাত্রী।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সালেহ আহমেদ বলেন, লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী হিমাচল পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উপজলার আড়িখোলা

এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও পাঁচজন আহত হন। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে পুলিশ।


হাইওয়ের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস আড়িখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় দুই নিহত ও বাসের চালকসহ সাতজন আহত হন।