Bangladesh
Britain appreciates Bangladesh's development
কখনও ইউরোপ বা কখনও মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশের উন্নতির প্রশংশা করেছে সকলে।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন আজ একমনটাই প্রশংশা করলেন।
উনি বলেন যে উন্নতির মাধ্মেই আজ বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।
উনি বলেনঃ "সঠিক মানুষ এবং সঠিক প্রতিষ্ঠানের পাশাপাশি মানুষের শিক্ষা ও সঠিক বাণিজ্যিকীকরণের মাধ্যমে বাংলাদেশ দিন দিন উন্নতি করছে। এসব কারণে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।"
নীলফামারীতে উনি আজ এই মন্তব্য করেছেন।
"এর আগে বাংলাদেশকে অনেকে অবমূল্যায়ন করেছেন। তবে দিন দিন বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ উন্নতি করেছে বাংলাদেশ," উনি আর সাংবাদিকদের বলেন।
ব্রিটিশ হাইকমিশনার ডিকসন আজ সারাদিন বিভিন্ন কের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।
উনি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সাক্ষাৎ করেছেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান যে দুজনে আজ রোহিঙ্গাদের প্রসঙ্গ নিয়ে কথা বলেন।
“রোহিঙ্গাদের সেফটি ও সিকিউরিটি নিশ্চিত করে যত দ্রুত তাদের নিজ দেশে প্রত্যাবাসন করা যাবে, সেটা সকলের জন্যই মঙ্গলজনক হবে," হাসিনাকে উদ্রিত করেন উনি বলেন।
২০১৭ সাল থেকে রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের মাটিতে চলছে।
এই সমস্যা যেভাবে হাসিনা ও ওনার সরকার সামলেছেন তার জন্য উনি প্রশংসিত হয়েছেন আন্তর্জাতিক মহলে।
তাহলে বোঝাই যায় যে কিভাবে আজ বাংলাদেশ আজ আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ একটি শক্তিতে পরিন্ত হচ্ছে।
