Bangladesh
Bogura: Petrol bomb attack leaves two women injured
বগুড়া, অক্টোবর ১০ঃ একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলার ঘটনায় বগুড়ার শাজাহানপুরে দুইজন নারী আহত হয়েছেন, বুধবার জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছেন এই ঘটনাটি ঘটেছে উপজেলার সাজাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে বুধবার বেলা পৌনে ১টার দিকে।
যে দুই নারী আহত হয়েছেন তারা হলেন মুনিরা বেগম (৪০) ও সদর উপজেলার মোজাম্মেল হকের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৫০)।
জেলা যুবদলের সহ কৃষি বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদকে এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করেছে পুলিশ।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যাক্তিদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
