Bangladesh

Bogura: Bus mishap kills 3

Bogura: Bus mishap kills 3

Bangladesh Live News | @banglalivenews | 15 Aug 2019, 04:49 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা আগস্ট ১৫ : জেলার শাহজাহানপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহসড়কের আড়িয়া বাজার বাসস্ট্যান্ডের কাছে দুটি যাত্রিবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বুধবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রংপুর জেলা সদরের খায়রুল আনাম (৬০) ও তার স্ত্রী রানু বেগম (৫০) এবং অজ্ঞাতনামা এক ব্যাক্তি (৪৫)।

বগুড়ায় হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী জানান, বুধবার বেলা দেড়টার দিকে আড়িয়া বাজার বাসস্ট্যান্ডের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাসের (ঢাকা মেট্রো ব-১৪-৪৩৪৫) সাথে দিনাজপুরের হিলি থেকে ঢাকাগামী আহাদ পরিবহনের (ঢাকা মেট্রো- ব ১৩-০৪০৭) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হন।

 

তিনি জানান, আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পর শ্যামলী পরিবহনের যাত্রি রংপুর জেলা সদরের খায়রুল আনাম (৬০) ও তার স্ত্রী রানু বেগম (৫০) এবং অপর এক অজ্ঞাতনামা ব্যাক্তি (৪৫) মারা যান। নিহতদের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা আছে। এছাড়াও দুর্ঘটনা কবলিত বাস দু’টি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।