Bangladesh

Bogura: 3 killed while distributing items of theft

Bogura: 3 killed while distributing items of theft

Bangladesh Live News | @banglalivenews | 26 Aug 2018, 06:13 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আগস্ট ২৬ : মাগুরায় ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে গোলাগুলিতে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছে ।

শনিবার ভোররাতে সদর উপজেলার রাউতড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- সদর উপজেলার ভাবনহাটি গ্রামের শিবাদুল ইসলাম ওরফে শিবা ও যশোরের বাঘারপাড়ার কামাল মোল্যা (৩২)।

 

নিহতদের নামে মাগুরা সদর থানাসহ আশপাশের থানায় এক ডজনেরও বেশি মামলা রয়েছে।


পুলিশ জানায়, ভোররাতে সদর উপজেলার রাউতড়া গ্রামের ইটভাটার পাশে ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে গোলাগুলি করছে দুই দল ডাকাত। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছালে দুইজনকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। আহত অবস্থায় তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।


দুইজনের মরদেহের ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারিকুল ইসলাম।