Bangladesh
BNP wants to create depression through elections
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে ক্ষমতাসীন ১৪ দল এ অভিযোগ করে। বৈঠক শেষে ১৪ দলের পক্ষে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, ‘এ নির্বাচনের মাধ্যমে বিএনপি একটা নিম্নচাপ সৃষ্টি করতে চায়। নিম্নচাপ সৃষ্টির মাধ্যমে তারা রাজনৈতিক অঙ্গনে ঘূর্ণিঝড় সৃষ্টির পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে।
এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি।’ তার দাবি, ‘১ ফেব্রুয়ারি বিশ্ব অবাক হয়ে দেখবে, শেখ হাসিনার নেতৃত্বে সরকার এবং বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু, অবাধ নির্বাচন হবে।’ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড যেন সম্ভব না হয় সে জন্য আগাম ব্যবস্থা গ্রহণে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও জানান দিলীপ বড়ুয়া।
তিনি বলেন, ‘১ ফেব্রুয়ারি বিকাল থেকে বিভিন্ন রকম মত প্রচার হতে পারে। নির্বাচনকে কেন্দ্র করেও বিভিন্ন রকম অঘটনও ঘটাতে পারে। সে জন্য তারা (বিএনপি) ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে বহিরাগতদের নিয়ে এসেছে। তাদের মূল কাজ হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা।’
