Bangladesh

BNP to decide on joining election: Hasina

BNP to decide on joining election: Hasina

Bangladesh Live News | | 02 May 2018, 11:18 am
ঢাকা, মে ২ঃ আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বিএনপি তাতে আসবেন কি না তা সেই দলের ব্যাপার।

একাদশ সংসদ নির্বাচনে খালেদা জিয়ার দলকে আনার বিষয় হাসিনা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তারা ভুমিকা নেবে না।

 

দুই মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে  এই দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলেছে, জানিয়েছেন হাসিনা।

 

ভোটের আগে নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিস্পতি করতে হবে, জানিয়েছেন সরকার প্রধান।

 

গণভবনে হাসিনা বলেনঃ "নির্বাচন হচ্ছে গণতন্ত্র, কোন পার্টি নির্বাচন করবে, কোন পার্টি নির্বাচন করবে না, এটা তাদের দলীয় সিদ্ধান্ত। একজনের দলীয় সিদ্ধান্তের উপরে আমি তো আর চাপিয়ে দিতে পারি না, তোমাদেরকে নির্বাচন করতেই হবে।”

 

উনি বলেন এই মুহূর্তে জেলে থাকা খালেদা জিয়ার মুক্তির বিষয় সরকারের কিছু করবার নেই।

 

"তাদের নেত্রীকে রাজনৈতিকভাবে যদি জেলে পাঠাতাম, তাহলে ২০১৪, ১৫, ১৬তেই পাঠাতে পারতাম। ২০১৫ সালে মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। নিজেকে নিজে অন্তরীণ করলেন। ৪৮ জন লোক নিয়ে এক বাড়িতে থাকলেন, নির্দেশ দিয়ে মানুষ পুড়িয়ে পুড়িয়ে হত্যা করলেন। সেটা আমি রাজনৈতিকভাবে করতে চাইনি," হাসিনা বলেন।


“কোর্ট রায় দিয়েছে। এখানে আমাদের কাছে দাবি করে তো কিছু হবে না। যেখানে কোর্ট রায় দিয়েছে আইনগতভাবে এগিয়ে গেছে। আইনগতভাবে যেহেতু কারাগারে গেছে। আইনগতভাবে মোকাবেলা করতে হবে।” হাসিনা বলেন।

 

উনি বলেন নিরবাচন জেতার বিষয়টি উনি মানুষের উপরে ছেরে দিয়েছেন।

 

হাসিনা বলেন উনি ম্নে করেন ক্ষ্মতায় না আস্তে পারলে উন্ন্যন থেমে যাবে।

 

হাসিনা বলেনঃ " অন্তত আমরা যেই পরিকল্পনাগুলো নিয়েছি, আজকে বাংলাদেশ যে উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে, মধ্যম আয়ের দেশ তো হবেই হবে। ইনশাল্লাহ আওয়ামী লীগই সেটা করতে পারবে। আর কেউ পারবে না।”