Bangladesh

BNP ready for Bangladesh poll, Zia,Tarek not agreeing to it

BNP ready for Bangladesh poll, Zia,Tarek not agreeing to it

Bangladesh Live News | @@banglalivenews | 03 May 2018, 02:12 am
নিজস্ব প্রতিনিধি,ঢাকা, মে ৩: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

তবে দলের দুই শীর্ষ নেতা সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী খালেদা জিয়া এবং তার পলাতক পুত্র ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার সম্মতি পাওয়া যায়নি।

 

তারা এখন পর্যন্ত গতবারের মত গোঁ ধরে বসে আছেন ‘নির্দলীয় সরকার’ না হলে নির্বাচনে যাব না।

 

নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত নিতে দুই শীর্ষ নেতার দিকে তাকিয়ে আছে দলটি।

 

তাদের পরিষ্কার নির্দেশনা ছাড়া কোনোভাবেই নির্বাচনি কাজে মনোযোগী হতে পারছেন না দলের নেতারা। ইতোমধ্যে সারাদেশে জাতীয় নির্বাচনের ডামাডোল বেজে ওঠায় টানাপড়েন তৈরি হয়েছে দলটির নেতাদের মধ্যে।


বিএনপির নেতারা বলছেন, কারাবন্দি খালেদা জিয়া ও লন্ডনে অবস্থানরত তারেক রহমানের কাছ থেকে এখনও নির্বাচন নিয়ে সুস্পষ্ট কোনও নির্দেশনা আসেনি।

 

যদিও নির্বাচনের সময় দ্রুত ঘনিয়ে আসছে। এখনও নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ থেমে-থেমে চলছে।


দলীয় নেতাদের ভাষ্য, বিশেষ করে দলীয় চেয়ারপারসনকে কারাবন্দি অবস্থায় রেখে নির্বাচনের প্রস্তুতির বিষয়টি উত্থাপন করা হলে এর ফলাফল কী হবে, এ সম্পর্কে অন্ধকারে রয়েছেন বিএনপি নেতারা। ইতোমধ্যে নির্বাচন কমিশন আগামী অক্টোবরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে। 


সূত্র জানায়, দুই শীর্ষ নেতার নির্দেশের অপেক্ষা করার পাশাপাশি নির্বাচন নিয়ে কিছু-কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন বিএনপির সিনিয়র নেতারা। এর মধ্যে আগামী নির্বাচনের ইশতেহার, নির্বাচনকালীন সরকার ব্যবস্থার দাবি মানাতে সমমনা দলগুলোর সঙ্গে সহমত গড়ে তোলা।

 

এছাড়া প্রাথমিকভাবে প্রার্থী বাছাইয়ের কাজও শুরু হয়েছে।

 

একইসঙ্গে আগামী নির্বাচনের আগে ক্ষমতাসীন দলের সঙ্গে রাজনৈতিক সংলাপ নিয়েও ভেতরে-ভেতরে কাজ করে চলেছে বিএনপি।

 

এরই মধ্যে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কয়েকটি রাষ্ট্রের আগ্রহের বিষয়টি বিএনপিকে আশাবাদী করে তুলেছে।

 

ইতোমধ্যে নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের বিষয়টি সামনে এসেছে।