Bangladesh

BNP-Jaamat attempting to create troubles in the name of Quota reform: Minister

BNP-Jaamat attempting to create troubles in the name of Quota reform: Minister

Bangladesh Live News | @banglalivenews | 06 Jul 2018, 12:48 pm
ঢাকা, জুলাই ৬ঃ কোটা সংস্কারের নামে বিএনপি ও জামায়াত এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবার চেষ্টা করছে, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মনিয়ন্দ উচ্চবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধনের পরে সাংবাদিকদের সাথে কথা বলবার সময় মন্ত্রী এই কথাগুলি বলেছেন।

 

দেশের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

 

মন্ত্রী সাংবাদিকদের বলেনঃ "সরকারি চাকরিতে কোটাপদ্ধতির সংস্কার করা হবে। কোটা সংস্কার করার একটি পদ্ধতি আছে। সেই পদ্ধতি শেষ করার পরই সংস্কার করা যাবে।"

 

উনি দেশের শিক্ষার বিষয় বলেনঃ " সরকারি চাকরিতে কোটাপদ্ধতির সংস্কার করা হবে। কোটা সংস্কার করার একটি পদ্ধতি আছে। সেই পদ্ধতি শেষ করার পরই সংস্কার করা যাবে।"