Bangladesh

Bikerider killed in road mishap

Bikerider killed in road mishap

Bangladesh Live News | @banglalivenews | 29 Jan 2020, 08:23 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জানুয়ারি ২৯ : রাজধানীর যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুলের পাশে আসিয়ান ও তুরাগ পরিবহনের দুই বাসের রেষারেষিতে ওমর ফারুক তুহিন (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তুরাগ পরিবহনের বাসের চাকায় পিষ্ট হন তিনি। পরে যাত্রাবাড়ী থানা পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আহম্মদ নওয়াজিশ জানান, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের পাশে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আসিয়ান ও তুরাগ পরিবহনের রেষারেষির মধ্যে পড়ে। আসিয়ান বাসের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে তুরাগ বাসের চাকায় পিষ্ট হন। পুলিশ দুটি বাস জব্দ ও চালকদের আটক করেছে।

নিহতের মামা মহসিন কবির জানান, বাসা থেকে অফিসে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি।

নিহত ওমর ফারুকের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শামপুর গ্রামে। তিনি মৃত সামছুল ইসলামের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন।