Bangladesh

Bhutan PM calls Sheikh Hasina

Bhutan PM calls Sheikh Hasina

Bangladesh Live News | @banglalivenews | 13 Aug 2019, 11:56 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা আগস্ট ১৪ : ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে লোটে শেরিং এ শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানান।

টেলিফোনে লোটে শেরিং ঈদুল আজাহার শুভেচ্ছা জানানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের জনগণ ও তার পক্ষ থেকে ভুটানের রাজা, প্রধানমন্ত্রী ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান। দু'জনের মধ্যে ১০ মিনিট স্থায়ী এ টেলিফোনে উভয় প্রধানমন্ত্রী দু’দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।


সোমবার (১২ আগস্ট) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশব্যাপী ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার গণভবনে দলীয় নেতাকর্মী, বিদেশি কূটনীতিক, বিচারকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।