Bangladesh

Barapukuriya thermal plant to operate during Eid festivity

Barapukuriya thermal plant to operate during Eid festivity

Bangladesh Live News | @banglalivenews | 20 Aug 2018, 06:08 am
নিজস্ব প্রতিনিধি ঢাকা, আগস্ট ২০ : ঈদুল আজহায় নরিবচ্ছিন্নি বদ্যিুৎ সরবরাহরে জন্য দনিাজপুররে র্পাবতীপুরে বন্ধ থাকা তাপবদ্যিুৎ কন্দ্রেটি পাঁচ দনিরে জন্য চালু করা হব।ে ঈদরে চর্তুথ দনি থকেে তাপবদ্যিুৎ কন্দ্রেটি আবার বন্ধ হয়ে যাবে।

বিদ্যুৎ কন্দ্রেরে দায়িত্বশীল এক কমৃকর্তা জানান, আগামী ২১ থকেে ২৫ আগস্ট ৫ দনি তাপবদ্যিুৎ কন্দ্রেটি চালু রাখার জন্য বড়পুকুরয়িা কয়লা খনরি স্টপ প্রস্তুতরে সময় অল্প করে পাওয়া কয়লা মজুত করা হচ্ছ।ে এতে করে ঈদরে সময় অন্তত পাঁচ দনি রংপুর বভিাগরে আট জলোয় নরিবচ্ছন্নি বদ্যিুৎ সরবরাহ করা যাব।ে ঈদরে আগরে দনি বদ্যিুৎ কন্দ্রেটি চালু করা হবে এবং কয়লা মজুত সাপক্ষেে পাঁচ দনি চালু রাখার র্টাগটে নয়ো হয়েছে।


উল্লেখ্য, বড়পুকুরয়িা কয়লা খনি থকেে কয়লা গায়বে হওয়ার পর খনি মুখে স্থাপতি দশেরে একমাত্র কয়লাভত্তিকি তাপ বদ্যিুৎকন্দ্রেটি কয়লা সঙ্কটরে কারণে গত ২২ জুলাই মধ্যরাতে বন্ধ করে দয়ো হয়।

 

উত্তরাঞ্চলরে চাহদিা অনুযায়ী সরবরাহরে সক্ষমতা নইে জাতীয় বদ্যিুৎ গ্রডিরে।

 

সে কারণে লোড ম্যানজেমন্টেরে ক্ষত্রেে ভারসাম্য রক্ষা করতো এই তাপ বদ্যিুৎকন্দ্রেট।ি পুরো গরমরে মৌসুমে বদ্যিুৎকন্দ্রেটি বন্ধ থাকায় অসহায় হয়ে পড়বে।


বদ্যিুৎ সরবরাহকারী প্রতষ্ঠিান র্নদান ইলক্ট্রেসিটিি সাপ্লাই কোম্পানি লমিটিডে (নসেকো) রংপুর অঞ্চলরে প্রধান প্রকৌশলী জানান, রংপুর বভিাগরে আট জলোয় প্রতদিনি ৬৫০ মগোওয়াট বদ্যিুতরে প্রয়োজন হয়।

 

এই চাহদিার বপিরীতে জাতীয় গ্রডি থকেে পাওয়া যাচ্ছে ৫০০ থকেে ৫৫০ মগোওয়াট। এতে রংপুর বভিাগরে আট জলোয় লোডশেডেিয়রে পাশাপাশি লো-ভোল্টজেে চরম বড়িম্বনায় পড়ছেে মানুষ।

 

নষ্ট হচ্ছে ইলকেট্রকি যন্ত্রপাতি চার্জ দতিে না পারার কারণে রাস্তায় চলাচল কমে গছেে ব্যাটারি চালতি যানবাহনরে।

 

এ কারণে কোরবানি ঈদরে সময় এই আট জলোর মানুষকে লোডশডেংিমুক্ত রাখতে বড়পুকুরয়িা তাপবদ্যিুৎ কন্দ্রেটি অন্তত পাঁচ দনি চালু রাখার সদ্ধিান্ত নয়ো হয়েছে।


বড়পুকুরয়িা কয়লাভত্তিকি বদ্যিুৎকন্দ্রে সূত্রে জানা যায়, বদ্যিুৎকন্দ্রের তনিটি ইউনটিরে উৎপাদন ক্ষমতা ৫২৫ মগোওয়াট বদ্যিুৎ। যার মধ্যে একটি ইউনটি নয়িমতি র্সাভসিংিয়ে রয়ছে।ে যার উৎপাদন ক্ষমতা ১২৫ মগোওয়াট বদ্যিুৎ। সইে সঙ্গে ১২৫ ও ২৭৫ মগোওয়াটরে বাকি দুটি ইউনটি চালু করা হব।ে ১২৫ মগোওয়াটরে ইউনটিটি চালু রাখতে হলে দনৈকি ১২০০ টন ও ২৭৫ মগোওয়াটরে ইউনটিে ২৮০০ টন কয়লার প্রয়োজন  পড়ে।