Bangladesh
Bangladeshi Home Minister Kamal wish Indian counterpart Amit Shah speedy recovery
Bangladesh Home Minister Asaduzzaman Khan Kamal wished his Indian counterpart Amit Shah, who tested positive for the deadly novel coronavirus disease, a speedy recovery.
মঙ্গলবার (৪ আগস্ট) নয়া দিল্লীতে বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বার্তায় বলেন, এ কঠিন সময়ে আমাদের শুভকামনা ও দোয়া রইল আপনার জন্য। এছাড়াও করোনা মোকাবিলায় ঢাকার প্রতি নয়া দিল্লীর সহযোগিতারও প্রসংশা করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আশা করেন, দ্রুতই সম্মিলিত সহযোগিতায় এ দুঃসময়কে পরাজিত করে স্বাভাবিক জীবন যাত্রা ফিরে আসবে।
ভারতে করোনা ব্যবস্থাপনা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে অমিত শাহের দক্ষ নেতৃত্বের প্রসংশাও করেন আসাদুজ্জামান খান কামাল।
