Bangladesh

Bangladesh won't take responsibility of Rohingyas floating on sea
Amirul Momenin

Bangladesh won't take responsibility of Rohingyas floating on sea

Bangladesh Live News | @banglalivenews | 25 Apr 2020, 04:56 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, এপ্রিল ২৫ : মালয়েশিয়ায় প্রবেশ করতে না পেরে সাগরে ভাসতে থাকা প্রায় ৫০০ রোহিঙ্গা শরণার্থীর কোনো দায় নিতে রাজি নয় বাংলাদেশ। তারা এখন বাংলাদেশে প্রবেশ করতে চাইলেও কোনোভাবেই গ্রহণ করা হবে না।

শুক্রবার (২৪ এপ্রিল) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ৫০০ রোহিঙ্গা শরণার্থী দু’টি নৌকায় বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে ঘুরছেন।

তারা মালয়েশিয়ায় আশ্রয় নিতে চাইলেও মালয় সরকার তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি। ফলে তারা এখন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন।

তিনি গণমাধ্যমকে জানান, রোহিঙ্গাদের গ্রহণ করার জন্য বাংলাদেশের কোনো দায়বদ্ধতা নেই। তাদের সাহায্যের জন্য অন্য দেশও এগিয়ে আসতে পারে।


তিনি প্রশ্ন রাখেন, এই অঞ্চলে আরও দেশ আছে। মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, ফিলিপাইন, তাদের কাছে কেউ রোহিঙ্গাদের নেয়ার জন্য অনুরোধ করে না। শুধু বাংলাদেশের কাছে করে কেন?


আব্দুল মোমেন জানান, সাগরে ভাসমান এ রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমায় নেই। তারা গভীর সমুদ্রে রয়েছেন।

তিনি বলেন, ‘এক সপ্তাহ আগে ৪০০ এর বেশি রোহিঙ্গা শরণার্থী নৌকাযোগে মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসলে বাংলাদেশ তাদের গ্রহণ করে। এখন আর নতুন করে এসব রোহিঙ্গাকে গ্রহণ করতে বাংলাদেশ রাজি নয়।’