Bangladesh

Bangladesh: Woman's body recovered from hotel room

Bangladesh: Woman's body recovered from hotel room

Bangladesh Live News | @banglalivenews | 03 Mar 2020, 04:26 am
ঢাকাঃ বাংলাদেশের পটুয়াখালী কুয়াকাটার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে পুলিশ এক তরুণীর লাশ উদ্ধার করেছে।

‘হলিডে ইন’ হোটেলের একটি কক্ষ থেকে এই তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে, জানিয়েছেন পুলিশ।

 

এই তরুণীর পরিচয় হল  ইশিতা (২০)।

 

ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এই তরুণীর লাশ পাঠানো হয়েছে, জানান পুলিশ।

 

পুলিশ জানিয়েছেন শনিবার কুয়াকাটায় আসেন ইশিতা ও ওনার সাথে  রাজ্জাক নামের এক ব্যাক্তি ছিলেন।

 

রাজ্জাক এই মুহূর্তে পলাতক আছেন।

 

এই বিষয় তদন্ত শুরু করেছে পুলিশ।