Bangladesh

Bangladesh trying to send back first group of Rohingya refugees: Minister

Bangladesh trying to send back first group of Rohingya refugees: Minister

Bangladesh Live News | @banglalivenews | 16 Oct 2018, 08:37 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, অক্টোবর ১৬ : পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানিয়েছেন, রোহিঙ্গাদের প্রথম দলকে মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা করছে বাংলাদেশ।

এ বিষয়ে আলোচনার জন্য মিয়ানমারের একটি প্রতিনিধিদল এ মাসের শেষদিকে ঢাকায় আসবেন। সোমবার (১৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর উপলক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে রোহিঙ্গা ইস্যু নিয়ে করা এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মিয়ানমারের কাছে ৮ হাজার জনের ( রোহিঙ্গা) একটি তালিকা দিয়েছিলাম। মিয়ানমার সরকার যাচাই বাছাই করে তাদের ক্লিয়ার করেছে (দেশটির অধিবাসী হিসেবে শনাক্ত করেছে)। এ বিষয়ে তাদের গত মাসে আমি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, মিয়ানমারের ইউনিয়নমন্ত্রী টিন্ট সোয়ে এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেজের সঙ্গে বৈঠকে বসেছিলাম। সেখানে চীনের পক্ষ থেকে জানানো হয় তারা এক হাজার বাড়ি তৈরি করে দেবে। আমি বলেছি , আমরা প্রথম ব্যাচ যেটি পাঠানোর চেষ্টা করছি তারা যে গ্রামের লোক সেই গ্রামে বাড়ি তৈরি করলে ভালো হয়। আমি মিয়ানমারকে প্রথম থেকেই বলে আসছি রোহিঙ্গারা ফেরত গেলে থাকবে কোথায়? তারা এখন সেটি বুঝতে পেরেছে। এখন দেখা যাক। ’


মন্ত্রী আরও জানান, ‘যে ৮ হাজার লোককে মিয়ানমার শনাক্ত করেছে তারা কোন গ্রামের অধিবাসী সেটিও আমরা খুঁজে বের করেছি।’ প্রথম ব্যাচে ৮ হাজার যাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৮ হাজার তারা ক্লিয়ার করেছে। এরমধ্যে যদি আরও কিছু হয় তারাও যাবে।’তবে কবে প্রথম ব্যাচের রোহিঙ্গারা যাবে এ বিষয়ে তিনি কোনও কিছু বলেননি।