Bangladesh

Bangladesh's success story has attracted world

Bangladesh's success story has attracted world

Bangladesh Live News | @banglalivenews | 26 Mar 2019, 11:53 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মার্চ ২৭: এখানে বৈষম্য আছে। নিত্যদিন দারিদ্র্যের সঙ্গে লড়াই করেই কোটি মানুষের বেঁচে থাকা। শত প্রতিবন্ধকতা পথ আগলে দাঁড়ায় এগিয়ে যাওয়া মানুষদের সামনে।

রাজনৈতিক দৈন্যতা নাগরিক জীবনের উৎকর্ষ সাধনে বড় বাধা এখনও। এমন হাজারো সমস্যা বুকে ধারণ করেই এগিয়ে যাওয়া এক বিস্ময়ের নাম ‘বাংলাদেশ’। স্বাধীনতার ৪৮ বছরে এক অদম্য বাংলাদেশ। যে বাংলাদেশ হার না মানার উপাখ্যান তৈরি করে চলছে প্রতিনিয়ত। ভিখারির তকমা দিয়ে যে বাংলাদেশে খবরদারি করত বিশ্ব মোড়লেরা, বাংলাদেশের অগ্রযাত্রায় সেই মোড়লেরাও এখন অবাক চোখে তাকিয়ে থাকে।


উন্নয়নের মর্যাদায় নতুন এক বাংলাদেশের পরিচয় মিলছে। অনুন্নয়নের মাপকাঠিতে বাংলাদেশের আর মূল্যায়ন হবে না। এগিয়ে যাওয়ার হাজারো গল্প শুনিয়ে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশের আসনে আসীন।


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেুৃত্বে যে বাংলাদেশের সৃষ্টি, তারই কন্যা শেখ হাসিনার হাত ধরে সে বাংলাদেশের নতুন পরিচয়। উন্নয়ন প্রশ্নে বাংলাদেশ এখন নিজস্ব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে। পদ্মাসেুু প্রশ্নে বিশ্ব ব্যাংককে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অন্তত সেটাই প্রমাণ করেছে বাংলাদেশ। রোজ এখানে কেতন ওড়ে নুুনের স্বপ্ন নিয়ে। নতুন এক বাংলাদেশের বিজয়গাথা নিয়ে মাতোয়ারা বাঙালি। বাংলার আকাশে আজ আনন্দের ফানুস। রঙিন সাজে সাজছে বাংলাদেশ।


অভাব, দৈন্যতা আর অশিক্ষা দিয়ে যে বাংলাদেশের ঠিকানা, আজ সে বাংলাদেশের গ্রামের মেয়েরাও সাইকেলে চেপে স্কুলে যায়। অশিক্ষিত, অল্পশিক্ষিত মেয়েরা অজোপাড়া থেকে গার্মেন্টে এসে কাপড় বুনে বিশ্বকে সভ্য করে। বাংলাদেশের নারীরা এখন বৈমানিক। এ দেশের মানুষের ঘাম ঝরানো অর্থে পদ্মা সেুু হচ্ছে। হাজারো স্বপ্ন বাস্তবায়নের নাম এখন বাংলাদেশ।


স্বাধীনতার পর থেকে শুরু করে দীর্ঘ ২৫ বছর পর্যন্ত বাংলাদেশে গড়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হার সাড়ে ৪ শতাংশের বেশি বাড়েনি। পরের ১০ বছর জিডিপি বেড়েছে প্রায় ৫ শতাংশ হারে। আর গণ ১২ বছর ধরে দেশের গড় জিডিপি প্রবৃদ্ধির হার ৬ শতাংশ ছাড়িয়ে গেছে। প্রবৃদ্ধি ৮ শতাংশের ঘরে আসবে, প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন।