Bangladesh

Bangladesh road mishap leaves teacher, 2 others dead

Bangladesh road mishap leaves teacher, 2 others dead

Bangladesh Live News | @banglalivenews | 24 Dec 2019, 06:56 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ডিসেম্বর ২৪ : মাদারীপুর সদর ও রাজৈর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবারবিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজৈর উপজেলার কদমবাড়ি গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে অনুপম বিশ্বাস (৩২), রতন মজুমদারের ছেলে বিশ্বজিত মজুমদার (২৮) এবং সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের টিপু মাতব্বরের স্ত্রী ও ঘটমাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তানজিলা খানম (৪০)।

স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেল ৩টার দিকে রাজৈর উপজেলার কদমবাড়ি এলাকায় ইঞ্জিনচালিত মাহিন্দ্রা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে দুজন নিহত হন। বিকেল ৪টার দিকে সদর উপজেলার চরমুগরিয়া সরকারি শিশু পরিবার এলাকায় মাটি টানা ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষিকা নিহত হন।

পুলিশ জানায়, রাজৈর উপজেলার কদমবাড়ি বাজারের কাছে একটি তিন চাকার মাহিন্দ্রা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে অনুপম বিশ্বাস ও বিশ্বজিত মজুমদার নিহত হন।

অন্যদিকে সদর উপজেলার চরমুগরিয়া সরকারি শিশু পরিবার এলাকায় মাটি টানা ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষিকা তানজিলা খানম নিহত হন। পরে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।