Bangladesh
Bangladesh Road mishap leaves bike rider killed
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, অক্টোবর ৬ : যশোরের শার্শায় বালু বোঝাই একটি ট্রাকের চাপায় রাব্বি (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বাগআঁচড়া এলাকার ময়ূরী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি উপজেলার রাড়ীপুকুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাব্বি সকালে বাসা থেকে মোটরসাইকেলযোগে নাভারনের দিকে যাচ্ছিল।
তিনি বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের সামনে পৌঁছালে সাতক্ষীরাগামী একটি বালু বোঝাই ট্রাক তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।
