Bangladesh

Bangladesh road mishap kills 4

Bangladesh road mishap kills 4

Bangladesh Live News | @banglalivenews | 26 Apr 2019, 07:52 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, এপ্রিল ২৬ : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে শ্রমিকদের একটি ঝুপড়ি ঘরে ঢুকে পড়ে কেড়ে নিয়েছে চার শ্রমিকের প্রাণ।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. জাফর (৩৫), মোহাম্মদ রিয়াদ (১৮), মো. নাজিম (২২) ও মোহাম্মদ মোনাফ (৫২)। তাদের সবার বাড়ি নোয়াখালী উপজেলার হাতিয়া থানার দক্ষিণ বেচুবুনিয়া এলাকায়। দুর্ঘটনায় আহত আরও দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


পুলিশ জানায়, কাঠ বোঝাই একটি চাঁদের গাড়ি ইসলামপুর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ঝুপড়ি ঘরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই চার শ্রমিকের মৃত্যু হয়। ওই ঘরের ভেতরে শ্রমিকরা সে সময় ঘুমিয়ে ছিলেন। একটি প্রকল্পের কাজের জন্য নোয়াখালীর হাতিয়া থেকে এসে অস্থায়ীভাবে তারা ওই ঝুপড়িতে থাকছিলেন।


পুলিশ চাঁদের গাড়িটি আটক করলেও চালক পালিয়ে গেছে।