Bangladesh
Bangladesh road mishap kills 3
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ঢাকা থেকে মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা চন্দ্রা পরিবহন পূর্বসদরদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পান ভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চন্দ্রা বাসের মধ্যে ট্রাকটি ঢুকে যায়।
এ সময় ঘটনাস্থলেই বাসচালক সিরাজুল ইসলাম (৫৫) মারা যান। এছাড়াও অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধসহ দুই নিহত হন। বাসচালক সিরাজুল ইসলাম মাদারীপুর জেলা সদরের মৃত আমির হোসেনের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ও পুলিশ ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
দুর্ঘটনায় আহতরা হলেন- ঢাকার কেরানীগঞ্জের খোকন (৩৫), মাদারীপুরের রেবা বেগম (৪৫), শাহ আলম মৃধা (৫০), ছাত্তার মৃধা (৬৫), আব্দুর রাজ্জাক (৩০), সনিয়া আক্তার (১৮), শাহজাহান (৩৮), ফরিদপুরের জুলহাস ব্যাপারী (৬০), ধিরেন্দ্র রায় (৩৫), চুয়াডাঙ্গার মমিন শেখ (৪০), বরিশালের রুহুল আমিনসহ অন্তত ২০ জন।
আহতদের স্থানীয় প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে মুমূর্ষ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকরা।
