Bangladesh
Bangladesh road mishap kills 2
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ডিসেম্বর ১৮ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাওঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গোসাইমারা এলাকার সফর উদ্দিনের ছেলে রিপন ও একই জেলার করিমগঞ্জ উপজেলার কান্দাইল এলাকার রিফাত মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদীগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থেমে থাকা একটি ট্রাকে সঙ্গে আঘাত করে। এতে প্রাইভেটকারের চালক রিপন মিয়া ও ট্রাকের হেলপার রিফাত মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
এছাড়া প্রাইভেটকারে থাকা অপর দুই যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেছে।
ভুলুা ফাঁড়ির (এসআই) রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
