Bangladesh
Bangladesh road mishap kills 1
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, সেপ্টেম্বর ৬ : রাজধানীতে বিআইডব্লিউটিসি কর্মকর্তার পা হারানোর রেশ না কাটতেই এবার বাসচাপায় নিহত হলেন এক নারী। সকালে মহাখালী ফ্লাইওভারের নিচে ফুটপাতে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে চাপা দেয় একটি বাস। তাকে ফুটপাতে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান চ্যানেল টোয়েন্টিফোরের কর্মীরা। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সকালে ঘুমিয়ে থাকা দেড় বছরের মেয়ে ইশরাকে আদর করে, স্বামীর সাথে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হন ফারহা নাজ।
এরপর আর তার ফেরা হলোনা আর মেয়ের কাছে। স্বামী নাজমুল হাসান যখন স্ত্রীকে তার অফিসের জন্য নামিয়ে দিয়ে যান।
এরপর স্ত্রীর লাশ গ্রহণের জন্য তাকে যেতে হয় সরাসরি হাসপাতালে। এদিকে এতদিনের সহকর্মীকে হারিয়ে ভাষা হারিয়ে ফেলেছেন ফারহা নাজের সহকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মারাত্মক আহত হয়ে রাস্তায় পড়েছিলো সে। চ্যানেল ২৪ এর একটি গাড়ি তাদের অ্যসাইনমেন্টে যাওয়ার পথে ফারহার দেহটি পড়ে থাকতে দেখে নিজেদের দায়িত্বে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। ফারহা নেই।
তবে তার রোজকার ব্যাবহারের ব্যাগটি রয়ে গেছে। রয়ে গেছে আরো অনেক স্মৃতি। এই স্মৃতিগুলোই হয়তো সঙ্গী করে বড় হবে ফারহার ছোট্র ইশরা।
