Bangladesh

Bangladesh observing Eid today

Bangladesh observing Eid today

Bangladesh Live News | @banglalivenews | 04 Jun 2019, 11:55 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুন ৫ : বাংলাদেশের আকাশে মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।

ফলে সারাদেশে পবিত্র ঈদুল ফিতর আজ বুধবার উদযাপিত হচ্ছে।


মঙ্গলবার রাতে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির দ্বিতীয় দফা বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, বাংলাদেশের কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী, বুধবার সারাদেশে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
তিনি বলেন, সভায় ১৪৪০ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত গৃহীত হয়যে, আজ মঙ্গলবার বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এমতাবস্থায়, বুধবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।


এর আগে আজ মঙ্গলবার রাত নয়টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর জানানো হয় দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। তাই বৃহস্পতিবার ঈদ উদযাপনের সিদ্ধান্তের কথা জানানো হয়। এর ঘণ্টা দুয়েক পরে নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়।
এই সংবাদ ও আবাহাওয়া অফিসের তথ্য বিশ্লেষণ করে তখন কমিটি জানায়, চলতি বছর দেশে ৩০টি রোজা পালিত হবে এবং ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার। তবে এর কিছুক্ষণ পর আবারও বৈঠকে বসে কমিটি।


লালমনিরহাটের পাটগ্রামে ৭ জন সরাসরি চাঁদ দেখেছে এবং আরও ১১ জন দেখেছেন বলে জানিয়েছেন স্থানীয় জেলা প্রশাসক। বেশ কয়েকজন আলেম ওলামা চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। চাঁদ দেখার সিদ্ধান্তটি ইসলামি শরিয়ত মোতাবেক করা হচ্ছে বলে তারা জানান।