Bangladesh

Bangladesh likely to remain flood affected for a fortnight
File picture

Bangladesh likely to remain flood affected for a fortnight

Bangladesh Live News | @banglalivenews | 28 Jul 2020, 04:52 am
The 17 districts that have been inundated after heavy incessant rainfall lashed Bangladesh, are likely to remain flood affected for the next two weeks, according to officials.

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ২৬ জুলাই দেয়া বন্যা পূর্বাভাস সম্পর্কিত সংক্ষিপ্ত প্রতিবেদনে বলা হয়েছিল, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলাদেশ ও উজানের অববাহিকার অনেক স্থানে বৃষ্টিপাতসহ কিছু স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়। এর ফলে দেশের প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে উজানের অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত প্রবণতা কমে এলেও আবহাওয়ার সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে উজানের অববাহিকাগুলোর অনেক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া চলতি সপ্তাহে চান্দ্রপঞ্জিকানির্ভর জোয়ার-ভাটাজনিত কারণে নদনদীর পানি সাগরে নিষ্কাশিত হয়ে হ্রাস পাওয়ার প্রবণতা কিছুটা ধীর হয়ে আসতে পারে। এর ফলে দেশের প্রধান নদনদীর পানি চলতি সপ্তাহে সামগ্রিকভাবে স্থিতিশীল থাকতে পারে। আগস্টের প্রথম সপ্তাহে প্রধান নদনদীর পানি কমতে শুরু করতে পারে। আগস্টের দ্বিতীয় সপ্তাহে দেশের বন্যাকবলিত অঞ্চলগুলোর বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে।
বিস্তারিত বর্ণনায় ব্রহ্মপুত্র অববাহিকার বিষয়ে পূর্বাভাসে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বর্তমানে ধীর গতিতে বাড়ছে এবং বিপৎসীমার ওপরে অবস্থান করছে। বাংলাদেশ ও উজানের অববাহিকায় ভারতের অরুণাচল, আসাম, মেঘালয় ও হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের উপর বর্তমানে মৌসুমি বায়ু সক্রিয় অবস্থা থেকে স্বাভাবিক অভস্থায় পরিবর্তিত হওয়ার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত প্রবণতা কমে এলেও চলতি সপ্তাহে অনেক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। এর ফলে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি চলতি সপ্তাহে সামগ্রিকভাবে স্থিতিশীল থাকতে পারে। এই সময়ে অববাহিকাভুক্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, পাবনা, নওগাঁ ও নাটোর জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। একই সময়ে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার আশেপাশের নিম্নাঞ্চলের কোথাও কোথাও বন্যা পরিস্থিতির সামান্য অবনতি হতে পারে। আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে নদীর পানি কমা শুরু করতে পারে এবং পরবর্তীতে বৃষ্টিপাত পরিস্থিতির ওপর নির্ভর করে ব্রহ্মপুত্র অববাহিকার বন্যা পরিস্থিতি আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিক হয়ে আসতে পারে।