Bangladesh

Bangladesh: Gun fight kills 1 Drug peddler

Bangladesh: Gun fight kills 1 Drug peddler

Bangladesh Live News | @banglalivenews | 04 Sep 2018, 11:33 pm
নিজস্ব প্রতিনিধি ঢাকা, সেপ্টেম্বর ৫ : শরীয়তপুর সদর উপজেলায় মঙ্গলবার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সুমন পাহাড় (২৭) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদকসহ ১১টি মামলা ছিল।

পুলিশ জানায়, মাদক ব্যবসায়ীরা নিজেদের মধ্যে মাদক ভাগ-বাটোয়ারা করছে- এমন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার পালং ইউনিয়নের আটং-ছয়গাঁও সড়কের পাশে জনৈক শুকুর তালুকদারের মেহগনি বাগানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে তারা ককটেল ও গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।

 

একপর্যায়ে গোলাগুলি থেমে গেলে পুলিশ মাদক ব্যবসায়ী সুমন পাহাড়ের মরদেহ পড়ে থাকতে দেখে।

 

পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। গোলাগুলিতে জেলা গোয়েন্দা শাখার এএসআই (নিঃ) সামছুজ্জামান, পালং মডেল থানার কনস্টেবল-২২৭ শামিম হোসেন ও কনস্টেবল-৩৯২ জিয়াউর রহমান আহত হন। ঘটনাস্থল থেকে ছয়টি ককটেল, একটি মোটরসাইকেল, এক কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।