Bangladesh

Bangladesh government to continue fight against terrorism,drugs

Bangladesh government to continue fight against terrorism,drugs

Bangladesh Live News | @banglalivenews | 01 Dec 2019, 11:08 pm
মাদ্রিদ, ডিসেম্বর ২ঃ  স্পেন সফরে গিয়ে শেখ হাসিনা বলেছেন যে ওনার সরকারের সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক আর দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

উনি বলেন সমাজের এই ‘অসুস্থতাগুলো’ দূর করতে হবে।

জলবায়ু সম্মেলন উপলক্ষে তিন দিনের সফরে স্পেনের গেছেন হাসিনা।

রোববার সন্ধ্যায় মাদ্রিদের হোটেল ভিলা ম্যাগনায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখাস্র সময় হাসিনা এই মন্তব্যগুলি করেছেন।

“সৎ পথে কামাই করে লবণ ভাত খাওয়াও ভালো অসৎ পথে বিরানি খাওয়ার থেকে। এটা আমি মনে করি। যা জাতির পিতা শিখিয়েছেন। আমাদের সেইভাবে প্রজন্মকে শিখিয়ে যেতে হবে," হাসিনা বলেন।

“ঘুষ, দুর্নীতি করে কিংবা ছিনতাই, সন্ত্রাস করে টাকা বানিয়ে সেই টাকা দিয়ে একেবারে ফুটানি দেখিয়ে মনে করত ‘আমরা যেন কি হয়ে গেছি!’ মানে ‘মুই কি হনুরে’ ভাব," হাসিনা বলেন।

“এই মানসিকতা যেন না থাকে। সমাজের এই সমস্ত অসুস্থতা… এগুলো আমাদের ঠিক করতে হবে," উনি বলেন।

হাসিনা বলেন যে এখন বিদেশের মাটিতে বাংলাদেশকে মর্যাদা দেয় মানুষ।

"দেশকে ভালবাসি, মানুষকে ভালবাসি। আমার বাবার কাছ থেকে শিখেছি। দেশের কল্যাণে কাজ করা। আমার আর কোনো কাজ নেই। বাংলাদেশের জনগণের হোল টাইম ওয়ার্কার আমি," উনি বলেন।