Bangladesh
Bangladesh government takes measures to tackle Dengue
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে শহরের প্রতিটি অলিগলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে দীর্ঘমেয়াদি উদ্যোগ নেয়া হচ্ছে। সম্প্রতি কলকাতার ডেপুটি মেয়রের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময়ে আলোচনা করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। যার ধারাবাহিকতায় কলকাতার মতো তিন স্তরে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছে ডিএনসিসি।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী সারাবছরই সব অলিগলি ও জনবহুল সব স্থানে নিয়মিতই পরিচালিত হবে মশক নিধন কর্মসূচি। সেইসঙ্গে ঢাকা থেকে পাঁচ সদস্যের একটি টিম কলকাতায় পাঠানো হবে। যারা সরেজমিন সেখানকার ডেঙ্গু দমন প্রক্রিয়া দেখে ফিরে এসে মেয়রের কাছে প্রতিবেদন পেশ করবেন। সেই আলোকে আরও যেসব ব্যবস্থা নেওয়া যায় সেগুলো গ্রহণ করবে ডিএনসিসি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মশক নিধনে গতানুগতিক পদ্ধতি থেকে বের হয়ে আধুনিক পদ্ধতি অনুসরণের উদ্যোগ গ্রহণ করছে। মশক নিধন কর্মীরা সাধারণত পিঠে মশক নিধন ওষুধের সিলিন্ডার বহন করে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় ওখুধ প্রয়োগ করেন। এটি একদিকে সময় সাপেক্ষ, অন্যদিকে শ্রমসাধ্যও বটে। যে কারণে সম্প্রতি মেয়র আতিকুল ইসলামের উদ্যোগে মোটরবাইকে মশক নিধনযন্ত্র স্থাপন করে মশক নিধন কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুরুতে পরীক্ষামূলকভাবে ১০টি অঞ্চলের প্রতিটিতে একটি করে মোটরবাইক কাম মশকনিধন যন্ত্র দেয়া হয়।
প্রতিটি বাইকে ২ জন কর্মী থাকবেন। একজন বাইকটি চালাবেন, অন্যজন পিছনে বসে মশার ওখুধ প্রয়োগ করবেন। প্রতিটি বাইকের মাধ্যমে ঘণ্টায় প্রায় সোয়া দুই কিলোমিটার ওখুধ প্রয়োগ করা যাবে।
