Bangladesh

Bangladesh government data says dengue killed 52

Bangladesh government data says dengue killed 52

Bangladesh Live News | @banglalivenews | 27 Aug 2019, 12:23 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আগস্ট ২৭ : স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর ডেথ রিভিউ কমিটি নতুন আরও আটটি সম্ভাব্য ডেঙ্গুতে মৃত্যুর রিভিউ শেষে নতুন করে পাঁচজনের মৃত্যু নিশ্চিত করেছে।

ফলে চলতি বছর সরকারি ও বেসরকারি হাসপাতালে  ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রোগীদের মধ্যে এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করল স্বাস্থ্য অধিদফতর। মোট ৮৮টি মৃত্যু পর্যালোচনা শেষে এ ৫২ জনের মৃত্যু নিশ্চিত করে ডেথ রিভিউ কমিটি।


স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের সহকারী পরিচালক ডা. আয়শা আখণার সোমবার বিকেলে হালনাগাদ এ তথ্য জানান।

 

এখন পর্যন্ত রাজধানীসহ সারাদেশের হাসপাতাল থেকে মোট ১৭৩টি ডেঙ্গুতে মৃত্যু পর্যালোচনার জন্য স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়।


পর্যালোচনার জন্য পাঠানো ১৭৩টি মৃত্যুর মধ্যে ঢামেক থেকে ২৩ জনের, মিটফোর্ড ১, ঢাকা শিশু হাসপাতালে ১০, শহীদ সোহরাওয়ার্দী ৬, বিএসএমএমইউ ৩, মুগদা ১৫, কুর্মিটোলা থেকে দু’টিসহ মোট ৬০টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে ৮১টি ও বিভিন্ন বিভাগীয় হাসপাতাল থেকে ৩২ জনের সম্ভাব্য  ডেঙ্গুতে মৃত্যু হয়েছে উল্লেখ করে পর্যালোচনার জন্য পাঠোনো হয়।