Bangladesh

Bangladesh celebrating Eid today

Bangladesh celebrating Eid today

Bangladesh Live News | @banglalivenews | 16 Jun 2018, 02:38 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুন ১৬: দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বারতা নিয়ে আবার এসেছে খুশির ঈদ।

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা থেকে গ্রামে ফিরে গেছেন লাখো মানুষ।

 

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ শেষে মাতৃভূমি বাংলাদেশের নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয়েছে।

 

শনিবার সকালে নামাজ পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

 

মোনাজাতে ইমাম মিজানুর রহমান মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আবদুল হামিদসহ দেশবাসীর জন্য দোয়া ও কল্যাণ কামনা করেন।

 

এর আগে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শুরু হয়। ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধান বিচারপতি, কূটনীতিক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, মন্ত্রী পরিষদ সদস্য, এমপি, সামরিক কর্মকর্তা, হাইকোর্টের বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ অসংখ্য সাধারণ মানুষ।

 

নারীদের জন্য ছিল নামাজের আলাদা ব্যবস্থা। তারা ঈদগাহ ময়দানের দক্ষিণ গেট দিয়ে প্রবেশ করেন।

 

পুরো ঈদগাহ ময়দান ছিল নিরাপত্তার চাদরে ঘেরা। আর্চওয়ে দিয়ে ঈদগাহে প্রবপশ করতে হয় সবাইকে। পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থার সদস্য, ফায়ার সার্ভিসের কর্মীরা ছিল সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব।

 

ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বাণীতে রাষ্ট্রপতি বলেন,  ‘ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ-উল-ফিতরের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ।

 

’রাষ্ট্রপতির প্রত্যাশা, ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়বে, বিশ্ব ভরে উঠবে শান্তি আর সৌহার্দ্যে।

 

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ‘মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।’

 

তিনি বলেন, ‘ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।’

 

প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক–এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।’