Bangladesh
Bangladesh Biman leaves for London to bring back stranded nationals
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা গ্রুপের ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান গণমাধ্যমকে জানান, বিমানের বিশেষ ফ্লাইটটি রেববার বেলা ১২ টা ৯ মিনিটে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে এবং বাংলাদেশী নাগরিকদের নিয়ে বিমানটির পরদিন সোমবার ফিরে আসার কথা।
এখান থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়া বিমানে ১৫৪ জন যাত্রী ছিল, তাদের বেশির ভাগই ব্রিটিশ নাগরিক।
এদিকে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, বিমানের বিশেষ চার্টার্ড ফ্লাইট বিজি-৪০৪১ এর শিডিউল অনুযায়ী সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।
করোনা ভাইরাস মহামারীর কারণে ঢাকা-লন্ডনের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হওয়ার পরে যুক্তরাজ্যে আটকে পড়া ১৩০ জনেরও বেশি বাংলাদেশী শিক্ষার্থী এই ফ্লাইটে ফিরে আসার কথা রয়েছে।
এর আগে, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের অনুরোধে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বিশেষ ফ্লাইটটি বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে পরিচালনা করছে।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম আগামীকাল সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরের টার্মিনালে-২ এ গিয়ে দেশে ফেরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন।
